Site icon দৈনিক এই বাংলা

সরিয়ে নেয়া হলো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শ্রাবণকে

বিশেষ প্রতিনিধি :::

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে দিয়েছে বিএনপি। অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি  রাশেদ ইকবাল খানকে দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে (৮ই আগস্ট)  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

গত বছরের ১৭ ই আগস্ট  যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছিলো। বিষয়টি নিয়ে তখন থেকেই তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী পরিবারের সন্তান ছাত্রদলের নেতৃত্ব দেবে এমন বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেছে কেশবপুর আওয়ামী লীগ।

পরের মাসে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা। খোরশেদ আলমকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শ্রাবণকে অসুস্থতার কারণে সরিয়ে নেবার সিদ্ধান্ত হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা বলেন, অযোগ্য, নিষ্ক্রিয় ও নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিলো। এই কমিটির পক্ষে দলীয় কোনো কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় সেটি এক বছরে প্রমাণিত হয়েছে। সব কিছুর জন্য শ্রাবণ দায়ী। ‘

রওনকুল ইসলাম শ্রাবণে বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলের  কমিটি গঠন করা নিয়ে বিএনপির স্থানীয় নেতা ও কেন্দ্রীয় নেতাদের সাথে দুরত্ব তৈরি হয়েছে। সুত্রমতে,  চট্টগ্রাম মহানগর ও ফেনী জেলার  কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন চট্টগ্রামের বিভাগের আটজন নেতা।

সুত্রমতে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের  বিরুদ্ধে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ বিএনপি নেতাদের অভিযোগ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন।

ছাত্রদলের একজন সহসভাপতি নাম প্রকাশ না করার কথা উল্লেখ করে বলেন, ছাত্রদলের সভাপতি ও তার বলয় নিয়ে গড়ে উঠা একটি গ্রুপ সব জায়গায় নিজেদের তারেক রহমানের লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আইনজীবী ফোরামের এক নেতার মদদে গড়া উঠা বিতর্কিত  গ্রুপটিকে থামানোর জন্যই সরকার বিরোধী আন্দোলনের মাঝপথে আকস্মিকভাবে শ্রাবণকে সরিয়ে  ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ইকবাল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।  ‘

যুক্তরাজ্য বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থাভাজনদের সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক সাংবাদিক প্রতিবেদককে জানান, ‘ কেন্দ্রীয় সংসদের সভাপতিকে অসুস্থতা কারণ সামনে রেখে সরিয়ে দেবার বিষয়ে তিনটি উপলক্ষ্য রয়েছে ‘ ‘ তৃণমূলে  অসন্তোষ ‘ ‘ বিএনপির সিনিয়র দুই নেতার সাথে অসদাচরণ’ এবং একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন। ‘

যুক্তরাজ্য বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থাভাজনদের সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক সাংবাদিক প্রতিবেদককে জানান, ‘ ছাত্রদলের  কেন্দ্রীয় সংসদের সভাপতিকে অসুস্থতার কারণ সামনে রেখে সরিয়ে দেবার বিষয়ে তিনটি উপলক্ষ্য রয়েছে ‘ ‘ তৃণমূলে  অসন্তোষ ‘ ‘ বিএনপির সিনিয়র দুই নেতার সাথে অসদাচরণ’ এবং একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন। ‘

এইবাংলা/ তুহিন

Exit mobile version