Site icon দৈনিক এই বাংলা

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আল আমিন,নাটোর প্রতিনিধি: 

নাটোরের গুরুদাসপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কালাম শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার পৌরসদরের চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার মৃত আহাদ আলী শেখের ছেলে। তিনি চাঁচকৈড় বাজারের নেট ও বস্তার ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, ব্যবসায়ীক কাজে মৌখাড়া বাজারে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন কালাম। এসময় উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হন কালাম। স্থানীয় লোকজন কালামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যহত রয়েছে।

Exit mobile version