Site icon দৈনিক এই বাংলা

বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী, চট্টগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :::

আগামীকাল ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় সার্কিট হাউস সম্মুখে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ১০.৩০টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা।

দুপুর ১২টায় এ উপলক্ষ্যে অসহায় ও অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version