Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে পাহাড় ধস ঘরের দেয়াল ভেঙে একজন আহত

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে (চবি) অতিবৃষ্টির কারণে  পাহাড় ধসে ঘরের দেয়াল ভেঙে একজন আহত হয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পাহাড় ধসসহ গাছ পড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৭ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির পুরাতন ক্যান্টিনের পাশে একটি বসতঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাতে ভারী বর্ষণে চবির বিভিন্ন সড়কে পাহাড় ধসে মাটি নেমে গেছে। প্রবল বাতাসে বিদ্যুতের খুঁটিসহ গাছ পড়ার ঘটনাও ঘটেছে। ভোরে শাহী কলোনি এলাকায় পাহাড় ধসে ঘরের দেয়াল ভেঙে চবির হানিফ নামের এক কর্মচারী আহত হয়।

চবির প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার  বলেন, ভোর রাতে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি এসে ঘরের দেয়ালে পড়লে একজনের মাথা ফেটে যায়।

তিনি জানান, আমরা মাইকিং করে আগে থেকেই সবাইকে সতর্ক করেছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় গাছ পড়েছে, আমরা বন বিভাগকে বিয়ষটি জানিয়েছি।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version