Site icon দৈনিক এই বাংলা

ইয়াবাডন সাঈদুলের ব্যবসা চলমান নিয়ন্ত্রণে তার ড্রাইভার সাইদুল

কক্সবাজার প্রতিনিধি:::

আয়নাবাজি নাটকের চরিত্রে অভিনীত চঞ্চল চৌধুরীকে হার মানানো রামু চাকমারকুল ডেইঙ্গাপাড়ার বাসিন্দা সাঈদুল গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও বর্তমানে তার ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তার ড্রাইভার পশ্চিম চাকমারকুল ভূতপাড়ার বাসিন্দা সাইদুল হক সাইদ (২৯) প্রকাশ নাহিদ।

সাইদুল (নাহিদ) পশ্চিম চাকমারকুল ভূতপাড়ার ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবু বক্করের ছেলে।

সাইদুল ( নাহিদের) ০৪ ভাইয়ের মধ্যে অন্যান্য ভাইরা রাজমিস্ত্রীর কাজ করলে ও ইয়াবা ডন সাঈদুলের ড্রাইভার হওয়ার খাতিরে সে বিলাসী জীবন যাপন করছে।

কয়েকবছর ধরে সাঈদুল ইয়াবা ব্যবসা করে আসলে ও বুদ্ধি খাটিয়ে নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় বিভিন্ন জনকে জেলে পাঠিয়েছেন।

তার এই ঘটনা সকলের মাঝে ছড়িয়ে পড়লে ও ০৬/০৪/২০২৩ ইং যুগান্তর পত্রিকায় উক্ত বিষয়টি প্রকাশিত হওয়ার পর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাঈদ বর্তমানে জেলে থাকলেও তার ইয়াবা ব্যবসা এখনো চলমান রয়েছে নিয়ন্ত্রণ করছেন তার ড্রাইভার সাইদুল।

অভিযোগ রয়েছে ইয়াবা ডন সাঈদুলের ইয়াবা বহনের কাজে নিয়োজিত ছিল শতাধিক নারী পুরুষ। তন্মধ্যে ইয়াবা বহন করতে গিয়ে গ্রেফতার হওয়া বেবী ও তার মা বিগত কিছুদিন আগে জামিনে মুক্ত হন।

স্থানীয়দের দাবি সাঈদুল (প্রকাশ) সাইদ্যা উক্ত এলাকাটিকে ইয়াবার অঙ্গ রাজ্যে পরিণত করে। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মাসিক হারে চাঁদা দেওয়ার ফলে প্রভাবশালীরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না।

উক্ত এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, আমরা এলাকার সাধারণ মানুষ আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব নয়। যদি প্রতিবাদ করতে যায় তাহলে নানান প্রকার হয়রানির শিকার হতে হয়। তিনি আরও বলেন, ডন সাঈদুল গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও ড্রাইভারকে দিয়ে তার দেখভাল থেকে শুরু করে ইয়াবা ব্যবসা নিয়মিত চালিয়ে আসছে।

এমনও অভিযোগ রয়েছে ড্রাইভার সাইদুল প্রকাশ নাহিদ মাসে তিন থেকে চারবার ইয়াবার চালান নিয়ে বিমানযোগে ঢাকায় যাতায়াত করে তার পার্টিদের কাছে হস্তান্তর করে।

বিশেষ করে, রোহিঙ্গা শিবির থেকে কিছু রোহিঙ্গাদেরকে দিয়ে ইয়াবা এনে তার বাড়ির পাশ্ববর্তী জায়গায় মজুদ রেখে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়।

উক্ত ঘটনা সম্পর্কে জানতে সাইদ (নাহিদ) কে ফোন দিলে তার নাম সাইদ নই বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে যোগাযোগ করা হলে ও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

  1. এইবাংলা /নাদিরা শিমু/NS
Exit mobile version