Site icon দৈনিক এই বাংলা

বাঁশখালীতে ভারি বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত , দেয়াল চাপায় শিশুর মৃত্যু

জোবাইর চৌধুরী, বাঁশখালী :::

চট্টগ্রামের বাঁশখালীতে টানা ৩ দিনের ভারি বর্ষণের প্রভাবে অধিকাংশ এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার প্রত্যন্ত এলাকার নিন্মাঞ্চলের ঘর-বাডি হাটু পরিমাণ পানির নীচে তলিয়ে গেছে। দুর্ভোগে পডেছে সাধারণ মানুষ।

অপরদিকে বাড়ীর দেয়াল ধ্বসে পড়ে মাটি চাপায় মোঃ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়চনের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায়। নিহত শিশুটি বৈলগাঁও গ্রামের রাতু বাপের বাড়ীর মোঃ রফিউল আলমের ছেলে।

সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমান উল্লাহ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে।ভারি বর্ষণের ফলে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধ্বসে পড়ে। এ সময় ওই শিশুর মা রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলা করছে ঘরের ভিতরে। হঠাৎ দেয়াল ধ্বসে মাটিতে চাপা পড়ে শিশুটি।ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামদাশহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সাধনপুরের পশ্চিম বৈলগাঁও গ্রামে প্রবল বৃষ্টির কারণে বাডির মাটির দেয়াল ধ্বসে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

 

Exit mobile version