Site icon দৈনিক এই বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুরক্ষায় আইন প্রনয়ণ করেছেন-প্রতিমন্ত্রী পলক

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “বিগত ৩৭ বছরে যারা সরকারে ছিলেন তারা প্রতিবন্ধীদের ভাগ্যের পরিবর্তনের জন্য কোন চিন্তা করেননি। কিন্তু বর্তমান শেখ হাসিনার সরকার ৯ লক্ষ গৃহহীন পরিবারকে ঘর দিয়েছেন। ২০১৩ সালে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন করেছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের দেশের সম্পদ, পরিবারের বা সমাজের বোঝা নয় বরং তাদের যদি দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়, আর্থিকভাবে সক্ষম করতে পারি তার জন্যই এই সুরক্ষা আইন করেছেন।”

প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ১৯২৩ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলার শেরকোল হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভায় যোগ দেন। এ সময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানসহ হাইটেক পার্ক কর্মকর্তাবৃন্দ। পরে সমবেত যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version