Site icon দৈনিক এই বাংলা

বায়জিদে অ্যাম্বুলেন্স গাড়িতে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক :::

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের দিকনির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মো: সোনাহর আলীর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেইট সংলগ্ন পিএইচপি অক্সিজেন স্পোর্টস জোনের সামনে ডিবি পুলিশের অভিযানে একটি অ্যাম্বুলেন্স গাড়ির ভিতর থেকে মোঃ হানিফ প্রঃ পলাশ, মোঃ দিদারুল আলম প্রঃ লিমন ও আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোরকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা ও আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর জানায় যে, তারা উক্ত ফেন্সিডিলগুলো ফেনী জেলার পরশুরাম থানার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে কমদামে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে এনে বিক্রি করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থল দিয়ে অ্যাম্বুলেন্সে করে শহরে প্রবেশ করছিল।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version