Site icon দৈনিক এই বাংলা

প্রয়াত একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি :::

হাটহাজারীতে একুশে পত্রিকা ও দৈনিক সকাল সন্ধ্যা পত্রিকার মরহুম সম্পাদক আজাদ তালুকদারের আত্নার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার সকালে হাটহাজারী প্রেস ক্লাব মিলনায়তনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

একুশে পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো.আলাউদ্দীনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারন সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সহ-সভাপতি মো.হোসেন, দপ্তর সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম, একে এম নাজিম, মো.পারভেজ প্রমূখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দীন।

উল্লেখ্য, এক সন্তানের জনক আজাদ তালুকদার গত বুধবার ২ আগস্ট ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version