নিজস্ব প্রতিবেদক :::
বৃষ্টির পানিতে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকালের দিকে বৃষ্টির পানি কিছুটা কমে আসলেও দুপুরে চকবাজার, কাতালগন্জ,প্রবর্তক মোড়, ডিসি রোড়সহ বিভিন্ন নিচু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম পাথরঘাটা বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, চকবাজার, বাদুরতলা, জঙ্গী শাহ মাজার গেট, হারেস শাহ মাজার গেট, বড় গ্যারেজ, ডিসি সড়ক, সৈয়দ শাহ সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকার খালে কাজ চলমান থাকায় নালার পানি চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ছাড়াও অনেক অলিগলিতে পানি জমে। বাড়তি ভাড়া দিয়ে অনেকে রিকশায় চলাচল করেছে। অধিকাংশ রাস্তা দখলে নেয় পানি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানের কারণে মাঝারি বৃষ্টিপাত হয়।
নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে সিডিএ দুটি, পানি উন্নয়ন বোর্ড একটি ও সিটি করপোরেশন একটি প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। ৫-৯ বছর ধরে এসব প্রকল্পের কাজ চললেও একটি প্রকল্পের কাজও শেষ হয়নি।
চকবাজারে পরিবার নিয়ে বসবাস করে আবদুর রহমান। তিনি জানান, ‘ ডিসি রোড়, দেওয়ানবাজার এলাকার বিভিন্ন বাসায় প্রতিটি কক্ষে পানি ঢুকেছে। সকাল থেকে রান্নাবান্না বন্ধ। নাশতা আনার জন্য বাইরে যাওয়ার সুযোগও নেই। বারবার এ ভোগান্তি পোহাতে হচ্ছে। ‘
নগরের ডিসি রোড এলাকার বাসিন্দা সাহেদুর রহমান বলেন, ‘ সকালেই হাঁটুসমান পানি জমেছে বাসার সামনের রাস্তায়। এই পানি মাড়িয়ে অফিসে যেতে হয়েছে। জলজটের দুর্ভোগ থেকে মুক্তি নেই।’
পানি জমার কারণে ফ্লাইওভারে যান চলাচল ব্যাহত হয়। সড়কে পানি থাকায় ফ্লাইওভারে ব্যবহার করে অনেকেই জলাবদ্ধ সড়ক অতিক্রম করতে চেষ্টা করলেও সেখানেও ছিলো পানির রাজত্ব। ঘণ্টার পর ঘন্টা ধরে ফ্লাইওভারেও যানজট সৃষ্টি হয়।
এইবাংলা /তুহিন