Site icon দৈনিক এই বাংলা

ন্যুড ছবি ছড়িয়ে পড়লে কি করবেন?

নাদিরা শিমু :::

প্রযুক্তি অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ হয়তো আপনার ন্যুড ছবি তৈরি করে ভাইরাল করেছেন। আপনি বিব্রত, কিন্তু কি করবেন? পুলিশের কাছে যাবেন – প্রতিকার সহসাই পাওয়ার সম্ভাবনা নেই। সে কারণে আপনাকে নিজেকেই জানতে হবে এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে nude ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ হয়তো ছড়িয়ে দিয়েছে। সহজ প্রতিকার হিসেবে  ত আপনি https://stopncii.org

এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন। তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবিটি আছে তা সরিয়ে দেবে। এরজন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। আপনার পরিচয়ও গোপন থাকবে।

আন্তর্জাতিক সংস্থা হিসেবে stopNCll আপনার হয়ে ছড়িয়ে পড়া ন্যুড ছবিটি সরাতে কাজ করবে।

এইবাংলা/ তুহিন

Exit mobile version