নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদকে বদলি করার পরও তিনি নতুন কর্মস্থলে যোগ দেন নি। তার পদে নতুন করে নিয়োগ পাওয়া শহিদুল ইসলাম বুধবার (২ রা আগস্ট) মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনে যোগ দেবেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আলোচিত সচিব খালেদ মাহমুদকে বদলি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় ১৭ জুলাই। বদলির পর থেকে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে, বদলি আদেশ প্রত্যাহারের চেষ্টা করেন তিনি।
চসিকের সুত্রমতে, তার বদলি আদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম। কিন্তু শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়তেই হচ্ছে। খালেদ মাহমুদ নিজের মেয়েকে চসিক পরিচালিত একটি কলেজের লেকচারার পদে চাকরি দিয়েছেন, এমন অভিযোগের পরও কোন ব্যবস্থা নেয়া হয় নি সংস্থাটির পক্ষ থেকে।গত বছরের জানুয়ারিতে এ কর্মকর্তা সরকারী চাকরিবিধি লঙ্ঘন করে নিজের মেয়েকে (শায়লা শারমিন মুমু) চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত পূর্ব বাকলিয়া উচ্চ বালিকা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ দেন। এছাড়াও অভিযোগ রয়েছে নিজের আত্মীয় পরিজনদের মধ্যে প্রভাব খাটিয়ে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে চাকরি দিয়েছেন তিনি।এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনে পদোন্নতি বাণিজ্য, চসিকের কর্মচারী কর্মকর্তাদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বছরজুড়ে দুর্নীতি অনিয়মের কারণে সমালোচনার শীর্ষে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শীর্ষ চারপদে পরিবর্তন আনতে চায় মন্ত্রণালয়। আড়াই হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার পর থেকে গোয়েন্দা সংস্থার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নজরদারি বাড়ানো হয়েছে চসিকের উপর। এরই প্রেক্ষিতে চসিকের সচিব খালেদ মাহমুদকে বদলির মধ্য দিয়ে দাপ্তরিক সংস্কারের কাজ শুরু করেছে মন্ত্রণালয়।
এইবাংলা/ তুহিন