Site icon দৈনিক এই বাংলা

১৭৯মেট্রিক টন চোরাই বিটুমিনসহ ৪জন র‍্যাবের জালে

:::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুন্ড থানার সোনাইছড়ির ফকিরহাট থেকে অনুমানিক ১কোটি ২০ লাখ টাকা মুল্যমানের ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন উদ্ধার করেছে র‍্যাব।

র‌্যাব-৭,চট্রগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সোনাইছড়ি ফকিরহাট এলাকায় জনৈক নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার  (১লা আগষ্ট)  র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল ওইস্থানে অভিযান পরিচালনা করে চার আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ফেনী জেলার আব্দুল খালেক ভুঁইয়ার ছেলে  মোঃ দিদারুল ইসলাম (৩৫), লক্ষীপুরের পশ্চিম দিঘলীর  মৃত  মো: হোসেনের পুত্রমোঃ দেলোয়ার হোসেন খান (৪২), ঝালকাঠির রাজাপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে কবির (৪২), চট্টগ্রামের কদমতলীর মৃত আবুল হোসেনের ছেলে মোঃ তাজুল ইসলাম (৬১)।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা  নিজ মুখে স্বীকার করে যে, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিয়মিত/অভ্যাসগতভাবে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে বলে অকপটে স্বীকার করে।

বর্ণিত স্থান হতে জব্দকৃত বিটুমিন তাদের হেফাজতে রাখার ও ক্রয়-বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে গ্রেফতারকৃত আসামীগণ বৈধ কোন কাগজপত্র/চালান দেখাতে পারেনি। এসময় আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থাকা ৮৫৪টি ড্রাম এবং ০২টি ড্রাম ট্রাক হতে সর্বমোট ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

এইবাংলা/ তুহিন

Exit mobile version