Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই বিএনপির প্রতিবাদ সমাবেশ

তানভীর আহমেদ :::

ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ এবং আওয়ামী লীগের  সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে বৃষ্টির মধ্যেই  চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ শে জুলাই)  বিকেলে এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘ অবৈধ সরকার জনগণের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। জনগণের টাকার লালন পালন করা পুলিশকে জণগণের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে। ‘

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা শাহাদাত হোসাইন।

প্রতিবাদ সমাবেশ শুরু হবার পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু।

 

এইবাংলা /তুহিন

Exit mobile version