Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে ‘দূর্মর বাংলাদেশ’র বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :::

বৈশ্বিক উঞ্চতা রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যতে সুজলা সুফলা বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর বর্ষাকালীন কর্মসূচী “সবুজ বনায়ন ” প্রকল্পের আওতায় ৩য় বারের মতো সপ্তাহব্যাপী সবুজায়ন কার্যক্রম বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাত ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, চট্টগ্রাম হযরত কালু শাহ (রহ:) সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও :মুহাম্মদ আবুল কালাম আমিরী, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: সাইফুল ইসলাম, মাও:মোহাম্মদ বরকত উল্লাহ, মাও: আলমগীর রেজা কাদ্বেরী, ইসলাম ভান্ডারী, মোহাম্মদ সোহাগ, আসাদুজ্জামান সাকিব, বারেক, মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান, আরমান হোসেন, জুয়েল,ইমন, রহুল আমিন প্রমুখ।

কার্যক্রমের আওতায় ১৯ জুলাই হতে ২৮ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, খালি জায়গা,রাস্তার পাশে ৫০০ শতাধিক বনজ,ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version