Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

গোপাল হালদার, পটুয়াখালী:

গত ২৯ শে জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ন অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমন, হামলা এ নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার সকাল সাড়ে ৯ টায় শহরের বনানী মোড়স্থ দলীয় কার্যলয় প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

বক্তারা বলেন, বর্তমান সরকার পদে পদে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের রাজনৈতিক অধিকার হরণ করছে। বর্তমান সরকারের ব্যার্থতার দিক সমুহ তুলে ধরে সরকারের পদত্যাগ সহ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দাবি করেন তারা।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version