Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডের বারআউলিয়া থেকে হাত পা বাধা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

::::নিজস্ব প্রতিবেদক:::

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ত্রলাকায় মহাসড়কের পাশ থেকে হা-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জাননা, রবিবার (৩০জুলাই) সকাল ৬ টায় সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওর্য়াড এলাকায় সেতুর নিচে একটি লাশ স্থানীয়রা দেখতে পেলে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি টিমও ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা করেন। তবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

সীতাকুণ্ড মডেল থানা সূত্র জানান, মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোথাও হত্যা করে রাতের কোন সময়ে গাড়ি থেকে ওই স্থানে লাশ ফেলে দেয়। যুবকের হাত পা বাঁধা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version