Site icon দৈনিক এই বাংলা

দেশে ফিরেই কলকাতায় উড়াল দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :::

দেশে ফিরেই কলকাতায় উড়াল দিলেন অপু বিশ্বাস
প্রায় দুই সপ্তাহ মার্কিন মুলুকে কাটানোর পরে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ১২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি।

সেখানে ছেলে আব্রাহাম খান জয় ও সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় ফিরলেন অভিনেত্রী। পুত্র জয়ও মায়ের সঙ্গেই ঢাকাই ফিরেছে।

এদিকে ঢাকায় ফেরার পরদিনই কলকাতার উদ্দেশে উড়াল দিয়েছেন এই নায়িকা। জানা গেছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গেল ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমা। সেখানে উপস্থিত থাকতেই দেশ ছেড়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে কলকাতার দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, কলকাতায় বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে ৩০ জুলাই দুপুর ৩.৩০ মিনিটে। কলকাতার দর্শকদের দেখার জন‍্য আমন্ত্রণ রইলো।

প্রসঙ্গত, গত ২ জুলাই ‘প্রিয়তমা’ ছবির মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দশ দিন পর ছেলে জয়কে নিয়ে একই ঠিকানায় উড়ে যান অপু। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে সাবেক এ তারকা জুটি ঘুরে বেড়ান।

সুদূর মার্কিন মুলুকে এই দুই তারকার মিলনের পর থেকেই আবারও এক ছাদের নিচে দুজনের বাস করার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তারা কেউই এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছূ বলতে চাননি।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version