Site icon দৈনিক এই বাংলা

ঋণের টাকার জন্য স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ

ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :::

ভারতের পুনেতে ঋণের টাকা শোধ না করায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন এক মহাজন। গত ফেব্রুয়ারিতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ বলছে, ভুক্তভোগীর স্বামী ওই মহাজনের কাছে টাকা ধার নিয়েছিল, কিন্তু তা শোধ করতে পারেনি। ধর্ষণের অভিযোগে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামি ভুক্তভোগীর স্বামীর গলায় ছুরি ধরে হুমকি দেয় এবং স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আরও তদন্ত চলছে।’

এইবাংলা /হিমেল

Exit mobile version