Site icon দৈনিক এই বাংলা

মাদারীপুরে ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেওয়া তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:::

মাদারীপুরে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার সুমন হোটেলের পাশে অবস্থিত নিরাময় হাসপাতাল কে ২০হাজার টাকা,সরকারি কলেজের পিছনে প্লানেট হাসপাতালকে ১০হাজার এবং পানিছত্র এলাকার ইসলামিয়া হাসপাতালের মালিককে ১০হাজার টাকা জরিমানা করে মোট ৪০হাজার টাকা জরিমানা করা হয়।ডেঙ্গু এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে নিয়েছে। সিবিসি পরীক্ষার সরকারি ফি ৪০০ টাকা কিন্তু তারা রোগীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেন। অতিরিক্ত ফি আদায় করার কারণে জরিমানা করা হয়।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version