Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ডের সাবেক পৌর কমিশনারসহ দুই যুবদল নেতা আটক

:::সীতাকুন্ড প্রতিনিধি:::

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও পোর কমিশনার মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে সীতাকুণ্ড যুবদলের সদস্য মোহাম্মদ শওকত হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ।

সীতাকুণ্ড থানা সূত্র বলেন, ২০১৩-২০১৫ সালের জ্বালাও পোড়াও আন্দোলনে সীতাকুণ্ডে সক্রিয় ভুমিকায় ছিলেন তারা। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক দব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড এর বিভিন্ন ধারার একাধিক মামলাআদালতে বিচারাধীন রয়েছে। সেলিম কমিশনারের বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় তিনটি দীর্ঘদিনের গ্রেপ্তারি পরোয়ানা এবং শওকতের বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।

Exit mobile version