Site icon দৈনিক এই বাংলা

বাঁশখালীতে ৭ হাজার পিস্ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

জোবাইর চৌধুরী , বাঁশখালী প্রতিনিধি :::

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সডকে যানবাহন তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ( ২৫ জুলাই ) দুপুরে থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পিএবি সডকের পুইছডি এলাকার ফুটখালী ব্রীজের উপরে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। এসময় আটক ব্যাক্তিদের সাথে থাকা ব্যাগ এবং দেহ তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে জয়নাল হোসেন প্রকাশ জয়নাল (৪৩) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের মো. মনির ছেলে মো. আলীম মিয়া (৩৬)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, সাত হাজার পিস ইয়াবাসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version