Site icon দৈনিক এই বাংলা

“নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন”

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবন চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ক্যালেক্টরেট লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড.মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ সরকারী কর্মকর্তা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশ আজ খাদ্য যেমন স্বয়ংসম্পূর্ণ,ঠিক তেমন ভাবে মাছেও স্বয়ংসম্পূর্ণ।

বাংলাদেশ থেকে আজ প্রচুর মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বর্তমান সরকার উন্নত প্রযুক্তি ব্যাবহার করে মাছের চাষে আরো বেশি সফলতা লাভ করেছে। আলোচনা সভা শেষে নাটোর জেলার তিন জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট প্রদান করে সন্মানিত করা হয়।

এইবাংলা /নাদিরা  শিমু/NS

Exit mobile version