Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩জন হতাহত

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি:::

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ১ জন গুরুতর আহত।

আজ (২৪ জুলাই) সোমবার সন্ধ্যা ৭ টার দিকে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার মর্ডান ক্লাবের সামনে ট্রাকের ধাক্কায় নূর মোহাম্মদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত নুর মোহাম্মদ এর বাড়ি লোহাগাড়া উপজেলা পদুয়া চৌকিদার পাড়া এলাকায় সে একটি বিস্কুট কোম্পানির সেলস ম্যান বলে জানা যায়,

অন্যদিকে একই সড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পুরাতন পেট্রোল পাম্প এলাকায় সকাল ১১ টার এস আলম পরিবহন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতরভাবে আহত মোহেনুর রহমান (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে বলে জানা যায়। গুরুতর আহত মোহাম্মদ জুয়েল কিশোরগঞ্জ জেলার রহিমগঞ্জ এলাকার আব্দুল মোতালেব এর ছেলে বলে জানা যায় । তারা দু বন্ধু মোটরসাইকেল যোগে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)খান মোহাম্মদ এরফান
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, এবং সকালে দুর্ঘটনায় কবলিত এস আলম পরিবহন ও মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হলেও। অপর দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

এইবাংলা/নাদিরা শিমু/NS

Exit mobile version