Site icon দৈনিক এই বাংলা

দোহাজারী পৌরসভা কর্তৃক দোহাজারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থার্মাল স্ক্যানার ও অক্সিমিটার প্রদান

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি:::

মুমুর্ষ অসহায় গরীব রোগীদের জরুরী চিকিৎসার্থে দোহাজারী পৌরসভা কর্তৃক দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন মিটার ও ১টি থার্মাল স্ক্যানার প্রদান করেন দোহাজারী পৌরসভা।

সোমবার (২৪ জুলাই) বিকালে দোহাজারী পৌর প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের হাত থেকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মিটার ও থার্মাল স্ক্যানার গ্রহণ করেন দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স ফি পরিদর্শক বিধান বড়ুয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স সুখি প্রভা দেবী, জরিনা আক্তার, ইয়াছমিন আক্তার প্রমূখ।

এইবাংলা /নাদিরা শিমু/NS

Exit mobile version