Site icon দৈনিক এই বাংলা

পানামার জালে ব্রাজিলের ৪ গোল

স্পোর্টস ডেস্ক :::

ছেলেদের ফুটবল বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারীদের ইভেন্টে সোনালী ট্রফিটা ব্রাজিলের কাছে চির আক্ষেপের নাম। তবে এবার মেয়েদের টুর্নামেন্টের শুরুটা হয়েছে দাপট দেখিয়ে। আরি বোর্হেসের হ্যাটট্রিকে পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। যা এবারের ইভেন্টের প্রথম হ্যাটট্রিক।

নারীদের পাঁচটি বিশ্বকাপ খেলা ব্রাজিল কিংবদন্তি মার্তার এটা শেষ বিশ্বকাপ। ষষ্ঠবার অংশ নিচ্ছেন তিনি। তার শেষ আসরে ভালো কিছু করার ইঙ্গিতটা মিললো এই ম্যাচে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা পানামার বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেন বোর্হেস। ১৯ মিনিটে প্রথম গোলের পর ৩৯ মিনিটে করেন দ্বিতীয়টি।

বোর্হেসের প্রথম দুটি গোলই ছিল একই ভঙ্গিতে। বামপ্রান্তে সতীর্থের ক্রস থেকে ক্লিপ করে দিয়েছেন। ব্রাজিল প্রথমার্ধে এতই আক্রমণাত্মক ছিল পানামা সেভাবে নিজেদের অর্ধ ছাড়ার সুযোগই পায়নি।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে জানেরাত্তোর গোলে স্কোর দাঁড়ায় ৩-০। তার পর ৭০ মিনিটে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন বোর্হেস।

ট্রফি জিততে না পারলেও টুর্নামেন্টে শুরুর ম্যাচ জয়ের রেকর্ড ঠিকই অক্ষুণ্ণ রাখতে পেরেছে ব্রাজিল। এ নিয়ে জিতেছে ৯টি ম্যাচ। তাছাড়া ফ্রান্সকে জ্যামাইকা রুখে দেওয়ায় ‘এফ’ গ্রুপ থেকে পরের পর্বে কোয়ালিফাই করতে তারা এখন সুবিধাজনক অবস্থানে।

এইবাংলা/ প্রিন্স/ সিপি

Exit mobile version