Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থী

:::সীতাকুন্ড প্রতিনিধি :::

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।আজ সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে।

নিখোঁজ দু’জনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন জানান, আজ সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন। তারা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তাদের দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এইবাংলা/ তুহিন

 

Exit mobile version