মোঃ নাছির উদ্দিন,পিরোজপুর প্রতিনিধি :::
পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে আজ। পৌরসভার ৫ নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইন ধরে নারী -পুরুষের অপেক্ষমান লাইন দেখা গেছে। এবার প্রতিটা কার্ডের পণ্যর সাথে যুক্ত হয়েছে ৫ কেজি করে চাল।
সোমবার (২৪ জুলাই) সকাল দশ ঘটিকায় পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের লাইন ধরে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।
পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ মুঠোফোনে জানান, সর্বমোট ৪৭০ টাকা মূল্যে প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২০০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১২০ টাকার বিনিময়ে ২ কেজি মশুর ডাল এবং ১৫০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল বিক্রি করা হয়।
পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুস সালাম বাতেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৫নং ওয়ার্ডের টিসিবির পণ্য উদ্বোধন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
তিশা এন্টারপ্রাইজের সত্তাধিকারী ডিলার মোঃ আসাদুজ্জামান (আসাদ) এই প্রতিবেদককে জানান, টিসিবির পণ্যর সাথে নতুনভাবে ৫ কেজি চাল দেওয়ার ফলে দীর্ঘ লাইন হচ্ছে এবং সময় ও একটু বেশি লাগছে এতে সাধারণ মানুষ ও খুশি।
এইবাংলা/প্রিন্স/সিপি