আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি :::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী চৌকিদার ফাড়িতে শঙ্খ নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান ( অতিরিক্ত সচিব) ছায়েদুজ্জমান।
গতকাল ( ২২ জুলাই) শনিবার সকাল ১১ টার সময় উপসচিবের নেতৃত্বে টিমটি দোহাজারী/চৌকিদার ফাড়ি প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৩ চন্দনাইশ/ সাতকানিয়া আংশিক এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব অঞ্জন কুমার দেব, সিনিয়র সহকারী প্রধান সুমী মজুমদার, চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা আক্তার, এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, প্রকল্প পরিচালক জিসি পি-৩ আবুল মঞ্জুর মোহাম্মদ সাদেক, এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, এলজিইডি চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ আবসার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম, পুরানগর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল রহমান সিকদার, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুক্কুর, চন্দনাইশ কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী , নবনির্বাচিত দোহাজারী পৌরসভা কমিশনার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ, শঙ্খ নদীর উপর দোহাজারী চৌকিদার ফাড়ি নয়াহাট এলাকায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি প্রচেষ্টায় তৎকালীন এলজিইডি মন্ত্রী , প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান চৌকিদার ফাড়ি/ নয়াহাট এলাকায় সেতুটি নির্মাণের ঘোষণা দেন।এবং পরবর্তিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ প্রকল্প একনেকে পাশ হলে ২০১৮ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম দোহাজারী চৌকিদার ফাড়ি এলাকায় সেতুটির নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।নানা জটিলতার কারনে প্রকল্প টি এখানো বাস্তবায়নে আলোর মুখ দেখেনি।
এবার এই প্রকল্পের আলোর মুখ দেখতে উৎসুক নদীর দুই পাড়ের জনসাধারণ । এ সেতুটি নির্মাণ করা হলে সাতকানিয়া পুরানগর ইউনিয়ন তথা পাহাড়ী অঞ্চলে উৎপাদিত ফসলাদি খুব সহজেই দোহাজারী হয়ে চট্টগ্রাম তথা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে সহজ হবে।
পরে পরিদর্শন টিমটি নদীর দু’পাশে চন্দনাইশ উপজেলার চৌকিদার ফাড়ি দোহাজারী পৌরসভা ,সাতকানিয়া উপজেলার নয়াহাট পুরানগর এলাকার পরিদর্শন কালে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন, নদীর দু’পাশে অনেক লোকের সমাগম ঘটে, দ্রত এ সেতুটি নির্মাণের জন্য জোর দাবি জানান।
এইবাংলা/নাদিরা শিমু/NS