Site icon দৈনিক এই বাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী যুবকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

অপু ইব্রাহিম :::

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারানো বাংলাদেশি যুবক রমিম উদ্দিন আহম্মেদ হত্যার বিচার দাবি করে মানববন্ধন করা হয়েছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তারা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নাগরিক হত্যার মতো অমানবিক আচরনের প্রতিবাদ করেছেন।

আমরা চট্টগ্রামবাসী নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশে শাস্তি প্রতিষ্ঠা করতে পারে নি। কিন্তু বাংলাদেশকে নিয়ে অযাচিত বাড়াবাড়ি করছে দেশটি। বন্দুকের গুলিতে  সম্ভাবনাময় এক যুবকের মৃত্যুর দায় এড়াতে পারেন না যুক্তরাষ্ট্র। ‘

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র  সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি অনিন্দ্য টিটুসহ অন্যান্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) মিসৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি।

নিহত রমিম উদ্দিন আহম্মেদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে।

জানা গেছে,হত্যার শিকার বাংলাদেশি বংশোদ্ভুত ২২ বছর বয়সী রমিম আহমেদ এসময় একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন।একপর্যায়ে বাইরে দাঁড় করানো তার গাড়ির কাঁচ ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন তিন দুর্বৃত্ত। রমিম তাতে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। পরে রমিমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।দুর্বৃত্তরা তার গাড়ি ও সঙ্গে ডলার ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামে এক তরুণকে খুঁজছে পুলিশ।পুলিশ জানিয়েছে, সেন্ট লুইস শহরের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন রমিম।

Exit mobile version