Site icon দৈনিক এই বাংলা

রাজধানীতে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর গুলবাগে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মীর নাম অলিউল্লাহ রুবেল (৩৬)। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। খুন হওয়ার আগ পর্যন্ত যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো পদে ছিলেন না।

নিহত রুবেল ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।’

জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজারবাগ থেকে বাসায় ফেরার সময় তাকে দুর্বৃত্তরা রুবেলের পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এইবাংলা /শিমু

Exit mobile version