Site icon দৈনিক এই বাংলা

প্রেমিকের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো প্রেমিকা

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি :::

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে ফেরার পথে কাভারভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে বিনতা চাকমা (২৪ ) নামের এক তরুণী। গুরুতরভাবে আহত হয়েছেন মোটরসাইকেল চালক প্রেমিক  নুর হোসেন।

গতকাল বুধবার ( ১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় তাদের মোটরসাইকেলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রোশনহাট হাজী রহিম কমিউনিটি সেন্টারে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্টভ্যানের ধাক্কায় বিনতা চাকমা  মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাশ্ববর্তী বিজিসি ট্রাস্ট ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতালে নেওয়া নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।আহত নুর হোসেন ওই হসপিটালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, মোটরসাইকেল আরোহী নুর হোসেন তাঁর প্রেমিকাকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান। ঘটনার দিন তারা দু’জনই কক্সবাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নিহত বিনতা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায় বলে জানা গেলেও আহত নুর হোসেনের বাড়ি কোথায় জানা যায়নি।

এইবাংলা / নাদিরা শিমু/NS

Exit mobile version