Site icon দৈনিক এই বাংলা

দোহাজারীতে নবনির্বাচিত মেয়রের সাথে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি ::

 দোহাজারী পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে জয়লাভ করা আলহাজ্ব লোকমান হাকিমের বাড়ীতে গিয়ে ফুলেল  শুভেচ্ছা বিনিময় করেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা,হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম,কর আদায়কারী মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়াসহ মাষ্টার রোলে কর্মরত কর্মচারীরা।

এ সময় আলাপকালে মেয়র লোকমান হাকিম জানান, গেজেট প্রকাশের পর শপথ গ্রহণ শেষে আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার পর আমি আপনাদের সাথে নিয়ে দোহাজারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।  ভুলত্রুটির উর্দ্ধে থেকে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আপনাদের সু পরামর্শ দিকনির্দেশনা আমার কাজের গতিশীলতা আনবে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করার যে সুযোগটি আমাকে দিয়েছেন ;তা আমি অক্ষরে অক্ষরে পালন করতে সচেষ্ট থাকবো।

এইবাংলা/নাদিরা শিমু/ NS

Exit mobile version