Site icon দৈনিক এই বাংলা

দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত-আইজিপি

নিজস্ব প্রতিবেদক :::

দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাজশাহী পুলিশ লাইনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করেছে। বাড়ানো হয়েছে জনবল। সে সাথে উন্নত প্রশিক্ষণ দিয়ে বাড়ানো হয়েছে পুলিশের সক্ষমতা।

আব্দুল্লাহ আল মামুন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারত্বের মনোভাব নিয়ে কাজ করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য।

দেশে এখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি।

Exit mobile version