Site icon দৈনিক এই বাংলা

নির্বাচনী কার্যালয়ে হামলা,চট্টগ্রাম নগর আ.লীগের প্রতিবাদ সমাবেশ

তানভীর আহমেদ :::

চট্টগ্রাম -১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লালদীঘিস্থ জেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত   সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মী বাহিনী পদযাত্রার নামে দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে হত্যা করার লক্ষ্যে এই পরিকল্পিত হামলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা যাতে ধৈর্য্য ধারণ করে এবং ৩০ জুলাইয়ের নির্বাচনে জয়লাভের মাধ্যমে হামলার সুমচিত জবাব দেওয়া হবে। আগামীকাল ২০ জুলাই বিকেল ৩টায় প্রধান নির্বাচনী কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক আনুষ্ঠানিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

 

এসময় নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, চট্টলা বঙ্গবন্ধুর সৈনিকদের ঘাঁটি। মহিউদ্দিন চৌধুরীর স্মতি বিজড়িত চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করতে শেখেনি। বিএনপি জামাত গতকাল  নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার সাহস দেখিয়ে পুরো শহরকে অস্থিতিশীল করে তুলেছেন। এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ‘

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র  আ জ ম নাসির উদ্দীন বলেন,  গতকাল হামলার সময় আমি শহরে ছিলাম না,  নির্বাচনী কার্যালয়ে হামলার খবর পেয়ে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ রেখেছেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করবে। আসলে দেশকে সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল  করে তোলার  পাঁয়তারা করছে বিএনপি জামাত চক্র। কাপুরুষের মতো নির্বাচনী ক্যাম্পে হামলা করা হয়েছে। তাদের হুশিয়ার করে দিচ্ছি আমাদের বাধ্য করবেন না। ‘

নগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক চসিক প্রশাসক  খোরশেদ আলম সুজন বলেন, ‘ আমরা রাজপথে রাজনীতি করে এই অবস্থায় এসেছি। আমাদের ভয় দেখানোর জন্য যদি এই হামলা করা হয়ে থাকে; তবে আওয়ামী লীগের ইতিহাস ঘেঁটে দেখুন। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ইতিহাসে পিছু হটার নজির নেই। ‘

বোয়ালখালী চান্দগাঁও আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, ‘ আপনারা যা শুরু করেছেন তার ফলাফল খুব ভয়াবহ হবে। আরেকবার যদি হামলা হয় পাল্টা হামলায় প্রতিরোধ গড়ে তুলা হবে। নির্বাচনের  যেখানে বাধা আসবে সেখানেই এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা হবে।  ‘

নগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন বাবুল বলেন,  আমাদের তরুন বাঘদের জাগাবার চেষ্টা করবেন না। গতকাল মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার খবর পেয়ে শহরের তরুন বাঘরা জড়ো হয়েছিল। আওয়ামী লীগের  তরুন তুর্কিরা তেড়ে গেলে আমির খসরু মাহমুদ  চৌধুরী শহরেই থাকতে পারবেন না। ‘

চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য প্রার্থী  মহিউদ্দিন বাচ্চু,  মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনি  এসময় বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি  আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী।প্রমুখ।

এদিকে সরকার পতনের এক দফা দাবির পদযাত্রার কর্মসূচিতে দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে শোক র‌্যালি করে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা  বিএনপি।

এইবাংলা/ তুহিন

Exit mobile version