Site icon দৈনিক এই বাংলা

প্রেস কাউন্সিলে নতুন সচিব শ্যামল চন্দ্র কর্মকার

নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। মঙ্গলবার (১১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৭জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শ্যামল চন্দ্র কর্মকার বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের কর্মকর্তা এবং প্রেস কাউন্সিলে যোগদানের পূর্বে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।  বাংলাদেশ প্রেস কাউন্সিলে তিনি ইতিপূর্বে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারকে তার অভোগরত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে একবছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version