Site icon দৈনিক এই বাংলা

চারদিন ধরে গভীর সাগরে ভাসমান ১৮ জেলে উদ্ধার

:::নিজস্ব প্রতিবেদক::::

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫টায় গভীর সমুদ্রে সাঙ্গু গ্যাস ফিল্ড হতে ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই নোয়াখালী জেলার হাতিয়া এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফভি সাইফুর‘ নামে ফিসিং ট্রলারে করে সমুদ্রে যায় ১৮ জন জেলে। গত ১৫ জুলাই ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। মঙ্গলবার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেলেরা সমূদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। পরে আমাদের নিয়মিত টহল জাহাজ ‘সবুজ বাংলা‘ পাঠিয়ে টানা সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে। ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বোটসহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

Exit mobile version