Site icon দৈনিক এই বাংলা

এভারকেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্দ্যেগে সফল অস্ত্রোপচার

প্রেস বিজ্ঞপ্তি।।

এভারকেয়ার ফাউন্ডেশন ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর উদ্যোগে
শিশুদের ঠোঁট তালু ও নাক কাটা সমস্যার চিকিৎসাস্বরূপ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি সফলভাবে
তিনজন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করেছে।

এভারকেয়ার ফাউন্ডেশন অর্থায়নে এবং দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক ও রিকন্সট্রাক্টিভ সার্জন,

ডা. মৃণাল কান্তি সরকারের তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সম্পন্ন হয়।

জানা যায়, এভারকেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। ২০৩০ সাল নাগাদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সংস্থাটি কাজ করে যাচ্ছে। এছাড়াও, সংগঠনটি সামাজিক অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঠোঁট ও শিলা কাটা শিশুদের মুখে হাসি ফোঁটাতে এভারকেয়ার ফাউন্ডেশন ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম একসাথে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামে তিনটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। উক্ত তিন রোগী হলেন; নাঈম হোসেন (বয়স ১ বছর, বাড়ি – কালাপানি, রামগড়, বাগড়াছড়ি), রান ওয়ে ভো (বয়স ১০ বছর, বাড়ি – পাহাড়তলী, চট্টগ্রাম) এবং আইনুল ইসলাম সামির (বয়স ৪ মাস, বাড়ি – মিরেরশরাই, চট্টগ্রাম)। অস্ত্রোপচারের পর তিনজন রোগীই এখন সুস্থ আছেন।

এইবাংলা /  নাদিরা শিমু /NS

Exit mobile version