Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় ১০১ সদস্য বিশিষ্ট আবাহনী ক্রীড়াচক্র শান্তির হাট শাখা গঠন

মহিউদ্দীন চৌধুরী:

পটিয়ায় আবাহনী ক্রীড়াচক্রের ১০১ সদস্য বিশিষ্ট শান্তির হাট শাখা গঠন করা হয়েছে। এতে কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ জাকারিয়া ডালিমকে সভাপতি ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ রবিউল আলী রবি কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

গত ১২ জুলাই পটিয়া উপজেলা আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: জসিম উদ্দিন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ৮ জুলাই আবাহনী ক্রীড়াচক্র শান্তির হাট শাখা গঠনের জন্য উপজেলা আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি সম্পাদক বরাবর আবেদন করা হয় এবং এ আবেদনের প্রেক্ষিতে এ শাখা অনুমোদন দেয়া হয়। শাখা অনুমোদনের পূর্বে গত ২৯ মে সন্ধ্যায় কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিমের সভাপতিত্বে এক সভায় আবাহনী ক্রীড়াচক্র শান্তির হাট শাখা গঠনের নীতিগত সিদান্ত গৃহিত হয়। উপজেলার জিরি, কুসুমপুরা, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কাশিয়াই ও আশিয়া ইউনিয়ন অঞ্চলকে নিয়ে এ শাখা গঠন করা হয়।

জানতে চাইলে পটিয়া উপজেলা আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ক্রীড়া জগতে আবাহনী ক্রীড়াচক্রের একটি দীর্ঘদিনের সুনাম রয়েছে। সে সংগঠনের মাধ্যমে পটিয়ায় ক্রীড়ার উন্নয়ন ঘটাতে এ শাখা অনুমোদন দেয়া হয়।

এইবাংলা/ নাদিরা শিমু

Exit mobile version