Site icon দৈনিক এই বাংলা

শ্রমিক জনতার সমাবেশ শুরু, চট্টগ্রামে বিএনপির মেগা শো-ডাউন

তানভীর আহমেদ ::

শ্রমিক কর্মচারীদের ন্যায্যদাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি বন্ধ ও অবৈধ সরকারের পদত্যাগ’ দাবিতে চট্টগ্রামের কাজির দেউড়ীতে শুরু হয়েছে শ্রমিক জনতার সমাবেশ। বেলা দুইটায় সমাবেশ শুরু করার কথা থাকলেও পৌনে দুইটায় সমাবেশ শুরু করা হয়। 

শ্রমিক দল নেতারা বলছেন, শান্তিপুর্ণ এ কর্মসুচিতে কাজ না হলে, হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে।

সমাবেশ সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লাহ বাহার ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক  মাহবুবের রহমান  শামীম এবং নগর শ্রমিক দলের সভাপতি  নাজিমুদ্দিন।

সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা  মীর নাসির উদ্দিন , ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,  শিমুল বিশ্বাস,উত্তর জেলা বিএনপির আহবায়ক  গোলাম আকবর খোন্দকার, বান্দরবান বিএনপির নেতা  ম্যামাচিং। বিকেল তিনটায় মঞ্চে আসেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

বেলা পৌনে তিনটায় বক্তব্য দিতে মঞ্চে আসেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক এনাম। যুগ্ম আহবায়ক হবার পর প্রথম তিনি জনসমাবেশ বক্তব্য রাখছেন।

এডভোকেট এনামুল হক এনাম বলেন, ‘ বর্তমান সরকারের নজিরবিহীন অনিয়ম, লুটপাটে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দ্রব্যমূল্যের দামে। গ্যাস বিদ্যুৎ হতে শুরু করে নিত্যকার পণ্য শ্রমিকদের নাগালের বাইরে। চরম দুঃশাসনে এখন বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। ‘

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থলে এসে পৌঁছান বিকেল তিনটায়। এসময় কর্মীদের সামাল দিতে হিমসিম খেতে হয় নেতাদের। সমাবেশে অতি উৎসাহী ও চঞ্চল কর্মীদের মাঝে মাঝে সামাল দেওয়ার জন্য  মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর ভূমিকা রাখছেন।

রবিবার সকাল থেকে কাজির দেউড়ী এলাকায় জড়ো হতে থাকেন শ্রমিক দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে পুরো কাজির দেউরী এলাকা। ‘

চট্টগ্রামে কাজীর দেউড়ি মোড়ে গত ১৪ জুন ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ করতে পারলেও এবার ঘোষণা দিয়েও একই স্থানে সমাবেশ করতে পারছে না বিএনপি। রোববার (১৬ জুলাই) কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ হওয়ার কথা ছিল।পুলিশের অনুমতি না পাওয়ায় কাজীর দেউড়ির পরিবর্তে সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ করার প্রস্তুতি নেয় বিএনপি।সমাবেশের জন্য আগের মতো দুটি লরি এনে মঞ্চ তৈরি করা হয়েছে। ওই লরিতে সমাবেশের মঞ্চ বানানোর কাজ শেষ হয় বেলা এগারোটায় ।

এইবাংলা/ তুহিন

Exit mobile version