Site icon দৈনিক এই বাংলা

শ্রমিক জনতার সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে মির্জা ফখরুল

::: তানভীর আহমেদ :::

আজ দুপুর ২ টায় মেহনতি শ্রমিক- জনতার মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান যোগে আজ সকাল ১১ টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

‘দেশ বাঁচাতে শ্রমজীবী মানুষের জাগরণ’ শীর্ষক এই শ্রমিক  সমাবেশ বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে দুপুর ২টায় শুরু হবে। সমাবেশ থেকে এক দফা দাবিও তোলা হতে পারে বলে জানান আয়োজকরা।রবিবার  সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যা বাড়তে দেখা যায়।

বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন বলেন, সমাবেশ ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এর আগে চট্টগ্রামে যতগুলো সমাবেশ হয়েছে তারচেয়ে বেশি লোক সমাগম হবে।

তিনি বলেন, আশা করছি লক্ষাধিক লোকের জমায়েত হবে। টেকনাফ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সব জায়গা থেকে শ্রমজীবীরা আসছেন। কেবল শ্রমিক দলের নেতাকর্মীরা না, সাধারণ মেহনতির শ্রমিকরাও অংশ নিচ্ছেন। ইতোমধ্যে যেসব প্রস্তুতি সভা করেছি তাতেও প্রচুর সাড়া পেয়েছি।

মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান এ এম নাজিম উদ্দীন।

এইবাংলা /তুহিন

Exit mobile version