Site icon দৈনিক এই বাংলা

বিশিষ্ট ব্যবসায়ী টিপু রহমানের আয়োজনে নবনির্বাচিত মেয়রের সম্মানে নৈশভোজ

শহিদুল ইসলাম, প্রতিনিধি:

আন্তর্জাতিক শেফ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী টিপু রহমানের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী নবনির্বাচিত মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টায় রাজধানী গুলশান-২ ওলে টিআর লাঞ্চ কনফারেন্স হলে সিলেটের  মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে নৈশভোজে বিশিষ্টজনরা অংশ নেন। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান এম‌পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে  যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান,  ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদ এ খান, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,  বাংলাদেশের ইতিহা‌সে এই প্রথম কোন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতী‌বিদ ও প্রবা‌সী ক‌মিউনি‌টি নেতা হি‌সে‌বে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হ‌ওয়া গর্বের বিষয়।  অলি আউলিয়ার পূণ্যভূমিখ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট শহরের মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসা করেন বক্তারা।

এইবাংলা/ নাদিরা শিমু

Exit mobile version