Site icon দৈনিক এই বাংলা

এগুলো স্বাভাবিক বিষয় – বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিনেদক,

বাংলাদেশ নারী ফুটবল দলের দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী ছোটন ইস্যুতে বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেছেন,

‘কোচ পরিবর্তনের প্রভাব অবশ্যই পড়েছে। এটা সারা বিশ্বেই পড়ে। কিন্তু কোচ ভালো না করলে কোচ থাকবে না, খেলোয়াড় ভালো না করলে টিমের বাইরে চলে যাবে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ফুটবল বিশ্বে কারও জন্য কোনও স্থায়ী জায়গা নেই। এখানে কোচ, খেলোয়াড় আসবে-যাবে স্বাভাবিক ব্যাপার। কখনও ব্যক্তিগত কারণে, কখনও পারফম্যান্সের কারণে, এগুলো স্বাভাবিক বিষয়।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সাফ শিরোপা এনে দেওয়া গোলাম রাব্বানী ছোটন সম্প্রতি অজানা কারণে দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশ আর্মি ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করেন । গোলাম রব্বানী ছোটন বিহীন বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি নেপালের সাথে ১-১ গোলে ড্র করে।

এইবাংলা/প্রিন্স/সিপি

Exit mobile version