Site icon দৈনিক এই বাংলা

স্বাধীনতা বিপক্ষ চক্রের অত্যাচারে অতিষ্ঠ দেবপাহাড়বাসী: মোজাহেরুল

নিজস্ব প্রতিবেদক:-

চট্টগ্রামের ১৬ নং ওয়ার্ডের দেবপাহাড় আবাসিক এলাকায় বেশ কিছুদিন যাবত স্বাধীনতার বিপক্ষের শক্তির একটি চক্র বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ও অরাজকতায় এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে বলে অভিযোগ করেছেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেবপাহাড় আবাসিক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৎ সংশ্লিষ্ট রাজনৈতিক নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে না পারায় তারা প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছে। তারা আমার উপর সংঘবদ্ধ হামলা ও আমার জায়গা-জমি দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। দীর্ঘ ৫০ বছর যাবত আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি তথা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততার কারনে দেবপাহাড় এলাকায় বিএনপি- জামায়াত অর্থাৎ স্বাধীনতার বিপক্ষের শক্তি কোন ধরণের নৈরাজ্যের সুযোগ পায় নাই। এতে প্রতিহিংসা পরায়ন হয়ে চকবাজার ওয়ার্ড বিএনপি’র সহ- দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় তার সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে এলাকায় অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার চেষ্টা করলেও আমার জন্য তা করার সুযোগ হতো না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহ- সভাপতি এডভোকেট দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক রহমত উল্লাহ স্বপন, যুগ্ম সম্পাদক শহিদুল হক মিন্টু প্রমুখ।

এইবাংলা/প্রিন্স/সিপি

Exit mobile version