Site icon দৈনিক এই বাংলা

ব্যবসায়ী মাহিদুল ইসলাম রাজীবের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহিদুল ইসলাম রাজীবের উপর রাবার বাড়ী এলাকার সোহেল মিয়া কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ অর্থসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শারীরিক নির্যাতনের প্রতিবাদে নীলপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় সোহেল মিয়া মাদক সেবন করে ব্যবসায়ী মাহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা মারধর করে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এইবিষয়ে, ১২ জুলাই ২০২৩, বুধবার সকাল ১১টায় নীলপুর বাজারস্থ জানিগাঁও ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীর উ‌দ্যো‌গে নীলপুর বাজারে এ মানববন্ধনে শত শত লোকজন অংশগ্রহন করেন। স্থানীয় ব্যবসায়ী বাহার মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আজিজুল হক, ফখরুল ইসলাম, আব্দুল হাই, সিরাজ মিয়া প্রমুখ।

এইবাংলা/প্রিন্স/সিপি

Exit mobile version