ফটিকছড়ি প্রতিনিধি :::
ফটিকছড়ি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা সাফা মৃত্যুবরন করেছেন। ( ১৩ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯ টায় ফটিকছড়ি উপজেলার গোপালগাট্টাস্থ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে তিনি জঠিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ সাছা, ২ পুত্র, ৪ কন্যা, নাতিনাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়ী সংলগ্ন উত্তর গোপালগাট্টা শহীদ প্রাথমিক স্কুল মাঠে সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে নামাজে জানাজা শেষে খান শাহনগর শহীদ মিনারস্থ কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
উল্লেখ্য মরহুমা সাজেদা ছাফা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-বাংলাদেশ) এর সাবেক নির্বাহী সদস্য ও পাক্ষিক মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুকের বড় বোন।
এইবাংলা/নাদিরা শিমু