Site icon দৈনিক এই বাংলা

দেশ টিভির এমডি’র ৩৪১ কোটি টাকা জব্দ থাকবে

::: নিজস্ব প্রতিবেদক :::

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের ১৫টি ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ২১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসব অ্যাকাউন্ট জব্দ রয়েছে। এসব অ্যাকাউন্টে মোট ৩৪১ কোটি এক লাখ ২১ হাজার ৭৪২ টাকা রয়েছে। এ আদেশের ফলে আরিফ হাসানের ওই টাকা আপাতত জব্দ থাকবে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে বুধবার (১২ জুলাই) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। একই সঙ্গে ২১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্যে থাকবে বলে জানিয়েছেন আদালত।

আদালতে আজ দুদকের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি জানান, এ আদেশের ফলে আরিফ হাসানের ৩৪১ কোটি টাকা জব্দ থাকবে।

আইনজীবী খুরশীদ আলম খান আরও বলেন, আরিফ হাসান ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হাসান টেলিকমের ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে মহানগর বিশেষ জজ আদালতে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন।

২০২০ সালে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন মহানগর বিশেষ জজ আদালত। ওই আদেশ চ্যালেঞ্জ করে আরিফ হাসান হাইকোর্টে আসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আগামী ২১ আগস্ট পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন। একই সঙ্গে ওইদিন পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় আসবে বলে আদেশ দেন।

এইবাংলা/নাদিরা শিমু

Exit mobile version