:::নিজস্ব প্রতিনিধি ( পটিয়া):::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পটিয়া কর্তৃক জাতীয় শিক্ষার পুরস্কার বিতরণী সভা পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুনিল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এন. কে. এম. আকবর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমাকান্ত মজুমদার, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ হাবিদ হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি, মো. হারুনুর রশিদ, রাকা বড়ুয়া, পার্থ সারথী সাহা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
জারিগান প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণির
জারিগান দল ও নবম থেকে দশম শ্রেণির জারিগান দল প্রথম স্থান অর্জন করায় অতিথিবৃন্দের কাছ ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন তিনি।