Site icon দৈনিক এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :::::

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০) ও খাদিজা (১০)।আহতের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরে কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

Exit mobile version