Site icon দৈনিক এই বাংলা

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ‘নয়া উপনিবেশবাদ’ -রাশিয়া

নিজস্ব প্রতিবেদক :::

বাংলাদেশের আসন্ন জাতীয়  নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের তৎপরতার কড়া সমালোচনা করেছে রাশিয়া।  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ওই সব দেশের বাংলাদেশ নিয়ে পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ চেষ্টা বলে বিবেচনা করে রাশিয়া।

এক টুইটে জাখারোভা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের প্রকাশিত কিছু চিঠি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বৃহস্পতিবার বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে ইইউ আইন প্রণেতাদের উদ্বেগের কথা স্বীকার করেছেন।

বোরেল এক চিঠিতে লিখেছেন, ইইউ বাংলাদেশে একটি অনুসন্ধানমূলক মিশন গ্রহণ করবে যাতে করে একটি নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের পরামর্শযোগ্যতা, উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়ন করা যায়।

এদিকে ১৭ জন আমেরিকান-বাংলাদেশী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখিত এক চিঠিতে বাংলাদেশের জন্য সহিংসতামুক্ত ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বর্তমান পরিস্থিতির পরিবর্তন করতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। সম্প্রতি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লেখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ছয় সদস্য। এরপর ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যও বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চেয়ে জোসেফ বোরেলকে চিঠি দেন।

Exit mobile version